ফের বন্য হাতির তান্ডব, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, আহত এক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : প্রায় প্রতিদিনের মতই তেলিয়ামুড়া থানাধীন কৃষনপুর পোরান বাজার এলাকায় বন্যহাতি তান্ডব চালায়। ভাংচুর করতেথাকে বাড়িঘর সহ ক্ষেতের ফসল । খবর দেওয়া হয় বনদপ্তরে এর আগেই গ্রামবাসীরা বাজিফটকা ফুটিয়ে হাতি তারানোর চেষ্টা চালিয়ে যায়। বনদপ্তরের কর্মিরা সঠিক সময়েই পৌছায় ঘটনাস্থলে। যথেষ্ট চেষ্টা চালিয়ে যায় বন্যহাতির তান্ডব থেকে এলাকা বাসিকে বাঁচাতে। কিন্তু তারাও এক প্রকার নিরুপায় হয়ে পরে, কারন হাতির তান্ডব ছিল এতটাই প্রবল। এরই মাঝে হাতির ধাক্কায় আহত হয় গোবিন্দ সরকার নামে বৃদ্ধ। তিনি বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবার হাতির তান্ডবের ফলে ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতিপুরনের দাবী তুলেন। তারা এও জানায় ক্ষতিপুরন না পেলে প্রয়োজনে আন্দোলনে সামীল হতে বাধ্য থাকবে।