প্রদেশ কংগ্রেস ভবনে এসসি ডিপার্টমেন্টের উদ্যোগে ভিমরাও রামজি আম্বেডকর এর প্রয়াণ দিবস পালিত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আগরতলা পোস্টঅফিস চৌমুহুনিস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এসসি ডিপার্টমেন্টের উদ্যোগে ভিমরাও রামজি আম্বেডকর এর প্রয়াণ দিবস পালিত হয়। এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ ত্রিপুরা কংগ্রেস দলের অন্যান্য কার্যকর্তাগন। ১৪ই এপ্রিল ১৮৯১ সালে জন্মগ্রহণ করেন এবং ৬ই ডিসেম্বর ১৯৫৬ সালে মৃত্যু হয়। ভীমরাও রামাজি আম্বেডকর ড: বাবাসাহেব আম্বেদকর নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় ব্যবহারশাস্ত্রজ্ঞ(জ্যুরিস্ট), রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক চিন্তাবিদ,নৃতত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবীদ, পন্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। তিনি ভারতের সংবিধানের ১ খসরা কার্যনির্বাহক সমিতির সভাপতি ও ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা। তিনি ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা।২০১২ সালে হিস্ট্রি টিভি ১৮ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয়দের ভোটের দ্বারা তিনি শ্রেষ্ঠ ভারতীয় ও নির্বাচিত হন।