বিনোদ সোনকরজি নির্বাচনের আগে এসে বলেছিলেন, ত্রিপুরায় বিজেপির সরকার গঠন হবেই : বিপ্লব কুমার দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের নবনিযুক্ত প্রভারী শ্রী বিনোদ সোনকর এর এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ড: মানিক সাহা সহ ত্রিপুরা বিজেপি দলের অন্যান্য কার্যকর্তাগন। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে,ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের প্রভারী হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে এলেন রাষ্ট্রীয় সচিব শ্রী বিনোদ সোনকর। শ্রী সোনকরজি প্রদেশ বিজেপির জন্য অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। আজ এক মহান দিনে তিনি রাজ্যে পদার্পণ করেছেন। শনিবার মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির ট্রাস্টের উদ্যোগে ওয়েব পোর্টালের সূচনা হয়েছে। এর মাধ্যমে মায়ের অনলাইন লাইভ দর্শন করা যাবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরো বলেন যে,শ্রী বিনোদ সোনকরজি এই প্রথম ত্রিপুরায় এলেন তা নয়। নির্বাচনের আগে এসে বলেছিলেন, ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবেই। তাঁর সেই কথায় কার্যকর্তারা উদ্বুদ্ধ হয়েছিলেন। আশা করি তাঁর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সংগঠনের আরও শ্রীবৃদ্ধি হবে।