গোপন খবরের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ সামগ্রী উদ্ধার করেছে কলমচৌড়া থানার পুলিশ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বক্সনগর প্রতিনিধি : ডি আই বির গোপন খবরের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ সামগ্রী উদ্ধার করেছে কলমচৌড়া থানার পুলিশ। শনিবার ভোর রাত তিনটার সময়ে কলমচৌড়া থানার সেকেন্ডে অফিসার রাতিন্দ্র দেব্বর্মার,শংকর দাস ও সোনামুড়া থানার এ এস আই তপন দেবনাথ,সহ বিশাল পুলিশ ও তিয়াসার বাহিনীর নেতৃত্বে মানিক্যনগর পঞ্চায়েত এলাকার লতিফ মিয়ার বাড়িতে এক অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ সামগ্রী উদ্ধার করে। এইসব অবৈধ সামগ্রীর মধ্যে ছিল ইসকফ 540টি, ফেন্সিডিল 70টি, শুকনো গাঁজা 20 কেজি। তবে এই অবৈধ নেশা বানিজ্যের সাথে যুক্ত থাকায় বাড়ির মালিক লতিফ মিয়ার বিরুদ্ধে কলমচৌড়া থানায় একটি মামলা নেওয়া হয়েছে মামলার নাম্বার 46/2020 ধারায় নেওয়া হয়েছে এবং বাড়ির মালিক লতিফ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।