মাঝপথেই বিকল হয়ে পড়ে রইল যাত্রীবাহী ট্রেন। দুর্ভোগের শিকার যাত্রী সাধারণ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : মাঝপথেই বিকল হয়ে পড়ে রইল যাত্রীবাহী ট্রেন। ঘটনা তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন লাখাই বাজার এলাকায় । দুর্ভোগের শিকার যাত্রী সাধারণ। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর থেকে যাত্রী নিয়ে রাজধানী আগরতলা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন রওনা দেয় ধর্মনগর রেল স্টেশন থেকে। এই ট্রেন তেলিয়ামুড়া স্টেশনে যাত্রী নিয়ে পুনরায় যাত্রা শুরু করে। কিন্তু তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে কিছুদূর যেতেই যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে পরে। এই যাত্রীবাহী ট্রেন মাঝপথে আটকে পরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। জানা যায় ,এই ট্রেন ধরে উত্তর ত্রিপুরা থেকে অনেক সরকারি কর্মচারী, বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিক সহ আরো অনেক যাত্রীসাধারণ জরুরী কাজে যাতায়াত করে। এতে সরকারি কর্মচারীদের সঠিক সময়ে কর্ম ক্ষেত্রে উপস্থিতির ক্ষেত্রেও ব্যাঘাত ঘটছে বলে এমনই অভিযোগ তাদের। তাছাড়া এই ট্রেন আরেকটা জিনিস প্রত্যক্ষ করা গেল, বর্তমান কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি কে হেলায় তুচ্ছ করে যাত্রীবাহী ট্রেন রয়েছে গাদা গাদা ভিড়। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অনেকের মুখেই নেই মাক্স। এই ব্যাপারে রেলের এক কর্মচারীকে জিজ্ঞেস করা হলে, অসহযোগিতা করেন এবং এই ব্যাপারে কোন কিছু বলতে নারাজ।