দোষীদের কঠোর শাস্তির আবেদন আইপিএফটি দলের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : কাঞ্চনপুরে জয়েন্ট মুভমেন্ট কমিটির ডাকা বন্ধ চলাকালীন জনতার আক্রোশের সম্মুখীন হয়ে জনতার হাতে বেধরক মারে মৃত্যু বরণ করেছিলেন ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা। এই ফায়ারম্যানের উপর যারা আক্রমণ করেছেন তথা দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের লক্ষ্যে আজ তথা বুধবার আইপিএফটি দলের পক্ষ থেকে এক ডেপুটেশান প্রদান করা হয় তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট। আইপিএফটি -র এক প্রতিনিধি দল তেলিয়ামুড়ার মহকুমা শাসক ভাস্কর ভর্ট্টাচার্যর নিকট একটি মেমোরেন্ডাম প্রদানের মাধ্যমে, অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। এই ডেপুটেশানে উপস্থিত আইপিএফটির পূর্ব তেলিয়ামুড়া অঞ্চল কমিটির পক্ষে বিনিতা দেববর্মা; আইপিএফটি -র পশ্চিম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সভাপতি বিপিন দেববর্মা; সংগঠনের পূর্ব তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক সুনিল দেববর্মা। এই ডেপুটেশন এর মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির আবেদন জানান আইপিএফটি দল।