সরকারের ব্যর্থতা এবং পুলিশ প্রশাসনের ভূমিকার প্রতি ধিক্কার জানিয়ে শহরে মশাল মিছিল আমরা বাঙালির।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,খোয়াই : দামছড়া কাঠুয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সন্ত্রাসবাদি দ্বারা ক্ষুদ্র ব্যবসায়ী লিটন দেবনাথ এর অপহরণের ঘটনায় সরকারের ব্যর্থতা এবং পুলিশ প্রশাসনের ভূমিকার প্রতি ধিক্কার জানিয়ে রবিবার সন্ধ্যায় শহরে মশাল মিছিল সংঘটিত করল আমরা বাঙালি দল খোয়াই বিভাগীয় কমিটি, এদিন মশাল মিছিল টি অফিস টিলার দলীয় কার্যালয় থেকে শুরু হয় এ খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়, উল্লেখ্য শুক্রবার গভীর রাতে বুকে বন্দুক ঠেকিয়ে নিজ দোকান থেকে ক্ষুদ্র ব্যবসায়ী লিটন দেবনাথ কে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা, পুলিশ এখনো পর্যন্ত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি,লিটনের মুক্তিপণ বাবদ দেড় লক্ষ টাকা দাবি করা হয়েছে অপহরণকারীদের পক্ষ থেকে, এই ঘটনা সরকারের ব্যর্থতা এবং পুলিশ প্রশাসনের কার্যক্ষমতা আবারও প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে বলে নিজের অভিমত ব্যক্ত করেন আমরা বাঙালি দলের খোয়াই জেলা কমিটির সচিব গৌতম ঘোষ।