সীমানা ও ওয়ার্ড সংখ্যা পুনঃনির্ধারণ সংক্রান্ত সর্বদলীয় বৈঠক পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আগরতলা পশ্চিম জেলার চারটি পুর ও নগর সংস্থার সীমানা ও ওয়ার্ড সংখ্যা পুনঃনির্ধারণ (ডিলিমিটেশন) সংক্রান্ত সর্বদলীয় এক বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ে। এদিন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড: শৈলেশ কুমার যাদব ডিলিমিটেশন সংক্রান্ত খসড়া তালিকাটি বিভিন্ন দলের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। ২১শে নভেম্বর নগরোন্নয়ন দপ্তরের এই সংক্রান্ত নোটিফিকেশনের ভিত্তিতে ২৬শে নভেম্বর খসড়া তালিকাটি প্রকাশ হয়। ২৭শে নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সমস্ত দল এই খসড়া তালিকাটির উপর দাবি আপত্তি জানাতে পারবে। দাবি আপত্তির নিষ্পত্তি করা হবে ৮ ডিসেম্বর। ১০ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এদিন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড: শৈলেশ কুমার যাদব জানান, এই জেলার অন্তর্গত চারটি পুর ও নগর সংস্থা রয়েছে। আগরতলা পুর নিগম, মোহনপুর পুর পরিষদ, রানিরবাজার পুর পরিষদ, এবং জিরানিয়া নগর পঞ্চায়েত। এই খসড়া তালিকায় আগরতলা পুর নিগমের ওয়ার্ড সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৫১ করার প্রস্তাব করা হয়েছে।এবং আরো বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড: শৈলেশ কুমার যাদব সকলের সামনে তুলে ধরেন।