চিরাচরিত পাচরা পোষাক বাজার থেকে ক্রয় না করে নিজেরাই তৈরী করে থাকেন উপজাতি সম্প্রদায়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া : রাজ্যে সরকারের দেওয়া রেগার কাজ এবং রেশন সামগ্রি জব কার্ডের মাধ্যমে পাওয়া চাল ইত্যাদি দিয়ে সংসারের দিনাতিপাত। আর পরিধানের জন্য পাছরা বাজার থেকে সুতা ক্রয় করে তৈরী করি এমনটাই জানালেন উপজাতি রমনী। মুংগিয়াকামি ব্লকের অধীন চাকমাঘাটের অনরিদুরে রংগিটিলা গুচ্ছগ্রাম। বিগত ২০০৩ সাল থেকে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে উপজাতি অংশের লোকেরা এই গুচ্ছ গ্রামে এসে বসবাস শুরু করেছিল। সংসার যেমন করে চলছে কিন্তু বাজারে তাদের পরিধানের চিরাচরিত পাচরা পোষাক বাজার থেকে ক্রয় করে নয় নিজেরাই তৈরী করে থাকেন। এই গুচ্ছ গ্রামের বিশ্বলক্ষী দেববর্মা জানান একটি পাচরা তৈরী করতে ২০০ টাকার সুতা ক্রয় করতে হয়। অন্য দিকে যা বাজার থেকে ক্রয় করতে ৪ থেকে ৫ হাজার টাকার প্রয়োজন হয়। সে মুল্য দিয়ে ক্রয় করার ক্ষমতা তাদের নেই। তাই বাজার থেকে সুতা কিনে নিজেরাই এই পোশাক তৈরী করছেন।