ত্রিপুরা
চেতনাশীল ব্যবসায়ী চেতনাহীন ভাবে ব্যবসা করে যাচ্ছে তেলিয়ামুড়া শহরের ফুটপাতে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : চেতনাশীল ব্যবসায়ী চেতনাহীন ভাবে ব্যবসা করে যাচ্ছে তেলিয়ামুড়া শহরে। তেলিয়ামুড়া শহরের উপর জাতীয় সড়কের দুই পাশে ফুটপাত রয়েছে। যেখানে পথচারিদের হাটা বা যাতায়াত করার জন্য। যাতে করে চলাচল করার সময় কোন দূর্ঘটনাগ্রস্ত না হয়। কিন্তু তেলিয়ামুড়া শহরের কিছু সংখক হকার ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফুটপাত দখল করে ব্যবসা করে যাচ্ছে। এতে পথ চারিদের বজারে যাতায়াত করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। এমনকি যাতায়াতের সময় পথচলতি মানুষকে কোন কোন সময় দূর্ঘটনা গ্রস্ত হতে হচ্ছে। পুর পরিষদের কর্তৃপক্ষ একটু নজর দিলে বিষয়টি সমাধানের পথ বেরিয়ে আসবে এমনটাই মনে করছেন সুভ বুদ্ধি সম্পন্ন মহল।