দ্রব্যমূল্যে বৃদ্ধি হলেও তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সম্পূর্ণ উদাসীন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : দুদিনের বন্ধের ফলে রাজ্যের অন্যান্য অংশের ন্যায় আলু এবং পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, এতে বাজারে আসা ক্রেতা সাধারণের হাত পুড়ছে। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের উদাসীনতার কারণে মহাকুমার প্রত্যেকটি বাজারে আলু এবং পেঁয়াজের মূল্য ঊর্ধ্বমুখী। এতে বাজারে আসা ক্রেতারা দ্রব্যমূল্য বৃদ্ধির মুখে পড়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে নিত্যদিন। শুক্রবার দিন ছিল তেলিয়ামুড়া সাপ্তাহিক হাট বার। এদিন বাজারে গিয়ে প্রত্যক্ষ করা গেল পেঁয়াজ পাইকারি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দামে।অন্যদিকে আলু প্রতি কেজি পাইকারি ভাবে বিক্রি হচ্ছে ৫০ টাকা ধরে। তবে পেঁয়াজ খুচরো ভাবে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ টাকা ধরে এবং আলু বিক্রি হচ্ছে খুচরো ভাবে প্রতি কেজি ৬০ টাকা দরে। এতে দ্রব্যমূল্যে বৃদ্ধির বাজারে ক্রেতা সাধারণের নিত্যদিন হাত পুড়তে থাকলেও এ ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সম্পূর্ণ উদাসীন। অভিযোগ মহাকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের কর্মকর্তারা দ্রব্যমূল্য প্রতিরোধে তেলিয়ামুড়া বাজারে অভিযান চালায়নি ব্যবসায়ীদের বিরুদ্ধে। বলে খেটে খাওয়া ক্রেতা সাধারণ ক্ষোভে ফুঁসছে।