আবারও বক্সনাগরে যান দুর্ঘটনা, গুরুতর আহত ৯ বছরের শিশু।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বক্সনাগর প্রতিনিধি : আবারও বক্সনাগরে যান দুর্ঘটনায় গুরুতর আহত ৯ বছরের শিশু। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার দুপুর 12:30 টার সময় মানিকনগর স্থিত পূর্ব পাড়া এলাকার স্বপন বর্মন এর ছেলে সঞ্জয় বর্মন বাড়ির সামনে রাস্তায় বের হতেই হঠাৎ দ্রুতগতিতে বিশাল ঘরের দিক থেকে বক্সনগর দিকে আগত TRO1AJ7517 নম্বর একটি বাইক এ সেই শিশুটিকে ধাক্কা মেরে রাস্তার পাশে ছিটকে ফেলে দিয়ে পালিয়ে যায়,এদিকে শিশুটি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে,সাথে সাথে বাড়ির লোকজন শিশুটিকে মাটিতে লুটিয়ে থাকা দেখতে পেয়ে শিশুটিকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়,দূরত্ব চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে, বর্তমানে সে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন,শিশুদের মাথায় প্রচন্ড ভাবে আঘাত লাগে এবং প্রচুর রক্ত ঝরে,পরবর্তী সময়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দিবি হাসপাতালে রেফার করা হয়,বর্তমানে শিশুটি মৃত্যুর সাথে লড়াই করছে জিবি হাসপাতালে। এদিকে খবর সূত্রে জানা যায় বাইক চালক একটি কুকুর বাইকের সামনে আশায় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা মারতে শিশুটি রাস্তার পাশে ছিটকে পড়ে, বাইক চালক গুরুতর ভাবে আহত হয়। পুলিশ ঘটনার খবর পেয়ে বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে, তবে পুলিশ বাইক চালককে ছেড়ে দেয়। শিশুটি তৃতীয় শ্রেনীর ছাত্র। এই ঘটনায় মানিকনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, পিতা-মাতা ও হতাশ হয়ে পড়ে এ ঘটনায়।