কৃষি ফসল নষ্ট হওয়ার ফলে কৃষি নির্ভরশীল পরিবার দারুণভাবে ক্ষতির সম্মুখীন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া : মৌসুমী ধান ঘরে তোলার আগে অতি-অনাবৃষ্টিতে খেতেই নষ্ট সোনালী ধান, মাথায় হাত খেটে খাওয়া কৃষকদের। এমনই এক চিত্র উঠে এলো তেলিয়ামুড়া মহাকুমার উওর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর,মধ্য কৃষ্ণপুর,বাইশঘড়িয়া, ব্রহ্মছড়া,মোহড়ছড়া সহ বিস্তীর্ণ কৃষি প্রধান এলাকা গুলো থেকে। যে ফসল ঘরে তুলে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ থেকে শুরু করে যাবতীয় খরচ সহ পরিবারের ভরণ-পোষণ করতো কৃষি ফসল উৎপাদনের মাধ্যমে সেগুলি এবছর হয়তোবা সম্ভবপর হবে না মনে করছেন কৃষক কূল। একদিকে যেমন অতি- অনাবৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে সোনালী ফসল নষ্ট হয়ে গেছে অন্যদিকে ফসল ঘরে তুলতে না পেরে বোরো ধান নতুনভাবে করাও সম্ভব পর হচ্ছে না। তাতে সারা বছরের খাদ্যের ঘাটতি দেখা দেবে কৃষক পরিবার গুলোর মধ্যে। যেহেতু পরিবারগুলি একমাত্র কৃষি নির্ভরশীল পরিবার সেই জায়গায় কৃষি ফসল নষ্ট হওয়ার ফলে দারুণভাবে ক্ষতির সম্মুখীন তারা। অন্যদিকে তেলিয়ামুড়া কৃষি মহাকুমার দপ্তর থেকে কোনো সাহায্যের আশ্বাস পাচ্ছে না তারা এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে। এখন দেখার বিষয় , আমাদের সংবাদ মাধ্যমে সংবাদ সম্প্রচারের পর রাজ্য কৃষি দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।