পাচারকারী সন্দেহে শারীরিক প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বক্সনগর : বক্সনগর স্থিত আশাবাড়ী ৭৪ নং ব্যাটেলিয়ানের বি.এস.এফ জওয়ানের মারে ঘোরতোর ভাবে রক্তাক্ত শারীরিক প্রতিবন্ধী রোক মিয়া। এখন সে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। আশাবাড়ী বিএসএফ ক্যাম্পের পাশেই রোক মিয়ার বাড়ী, প্রত্যেক দিনই রোক মিয়াকে ক্যাম্পের জওয়ানরা দেখে থাকে, তার মা বাড়ী বাড়ী কাজ করে তাদের সংসার প্রতিপালন করে, এলাকার সবাই জানে সে বিষয়টা, যে রোক মিয়ার পরিবারে তার মা এক মাত্র আয় করে থাকে। অভিযোগ, এলাকার এক বিয়ে বাড়ী থেকে আসার পথে পাচারকারী সন্দেহে রোক মিয়াকে দুই জন বিএসএফ জওয়ান তাকে আক্রমণ করে, বন্ধুকের নল দিয়ে আঘাত করলে প্রতিবন্ধী রোক মিয়া মাটিতে লুঠে পরে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা রোক মিয়াকে হাসপাতালে নিয়ে যায়, খবর লেখা অবধী কলমচৌড়া থানাতে রোক মিয়ার পরিবার বিএসএফের বিরোধে মামলা করতে যায়। আজকে সকালেও রহিমপুর স্কুলের ছাত্র ছাত্রীরা বক্সনগর রাস্তা অবরোধ করে ছিলো আশাবাড়ী বিএসএফ জওয়ানদের বিরোধে। তার রেশ কাটতে না কাটতেই বিকালেই এমন ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী রইলো গোটা বক্সনগর এলাকার মানুষ, বিএসএফের অত্যাচার থেকে মুক্তি চাইছে স্কুল ছাত্র থেকে শুরু করে এলাকার অভিভাবক মহল।