ইন্দিরা গান্ধীর ১০৩ তম জন্মদিনে শ্রদ্ধা জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আগরতলা পোস্টঅফিস চৌমুনিস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ১০৩ তম জন্মদিনের প্রতি শ্রদ্ধা জানানো হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের অন্যান্য কার্যকর্তাগন। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন যে, আজকের এমন দিনে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং অখন্ডতা রক্ষার জন্য ইন্দিরা গান্ধীর প্রাণ দিতে হয়েছিল। ভারতবর্ষের অখন্ডতা এবং ধর্মনিরপেক্ষতা প্রশ্নে উনার নিজের জীবনকে বাজী রাখতেও কোনদিন দ্বিধাবোধ করেননি। যার ফলে বিদেশী শক্তির মদতে যারা ভারতবর্ষের অখন্ডতাকে দুর্বল করতে চেয়েছিল, সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চেষ্টা করেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পুলিশের নেতৃত্বে এটাতে সক্ষম হচ্ছিল সেজন্য পরিকল্পিতভাবে ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে খুন করা হয়েছে। ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্ব, নেতৃত্ব সারা বিশ্বের কাছে সম্ভধিত হয়েছিল। সারাবিশ্ব ইন্দিরা গান্ধীর নেতৃত্বে প্রতিবিরতার প্রতি শ্রদ্ধা জানিয়েছিল। ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর জীবনকাহিনী সম্বন্ধে আর ও বিভিন্ন বিষয়বস্তু এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সকলের সামনে তুলে ধরেন।