ত্রিপুরা
ভাইফোটা ভাই-বোনের পবিত্র সম্পর্কের বন্ধনে এক পরম্পরার উত্সব: বিপ্লব কুমার দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ শুভ ভ্রাতৃ দ্বিতীয়া। এই শুভ ভাতৃ দ্বিতীয়া উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজ সরকারী বাসভবনে বোনদের থেকে ভাইফোটা নিচ্ছেন। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে,ভাইফোটা ভাই-বোনের পবিত্র সম্পর্কের বন্ধনে এক পরম্পরার উত্সব। ভাইয়েদের দীর্ঘায়ু কামনা করেন বোনেরা। মা ত্রিপুরাসুন্দরীর কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের সমস্ত বোন-দিদিরা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। বছর বছর ফিরে আসুক পবিত্র এই দিনটি।