দীর্ঘ ৫০ বছরের ঐতিহ্যকে ক্ষুন্ন করার অভিযোগ উঠল কলমচৌড়া থানা আধিকারিক এর বিরুদ্ধে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বক্সনগর প্রতিনিধি : দীপাবলি উৎসবকে কেন্দ্র করে দীর্ঘ ৫০ বছরের ঐতিহ্যকে ক্ষুন্ন করার অভিযোগ উঠল কলমচৌড়া থানা আধিকারিক এর বিরুদ্ধে। জানা গেছে প্রতিবছর কলমচৌড়া থানার মধ্যে খুব ঘটা করে এলাকাবাসীর সর্বাঙ্গীন সহযোগিতায় এবং এলাকার বিশীষ্ট্য সমাজকর্মী থেকে শুরু করে কালী মন্দির কমিটি সহ সর্বদলীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে মত বিনিময় সভা করা হতো। কিন্তু এই বছরে করোনা মহামারির দোহাই দিয়ে থানা কর্তৃপক্ষের সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। থানা কালী মন্দির কমিটির মোট ১১জন সদস্য থাকলেও শুধুমাত্র ২/৩ জনকে নিয়ে সাময়িক আলোচনা করে আর বাকি সদস্যদের ব্রাত্য রেখে থানা আধিকারিক বাবুর মর্জিমতো ভাবে পূজোর সমস্ত রকম আয়োজন করে চলছেন বলে অভিযোগ করেন কালি মন্দির কমিটির সদস্য রানা দেব। রানা দেব তীব্র ক্ষোভের সাথে অভিযোগ করে বলেন, থানায় বহু অফিসার আসেন আবার চলে যান। কিন্তু কালিমন্দিরের রক্ষনা বেক্ষনে কমিটির লোকেদের এবং এলাকা বাসীর যথেষ্ট ভূমিকা রয়েছে। এমনকি পূর্বতন কালিমন্দিরকে ভেঙ্গে নব নির্মিত এই কালিমন্দিরের নির্মানের প্রতিটি ক্ষেত্রে কমিটি সহ এলাকা বাসীর ভূমিকা ছিল সর্বক্ষনেই প্রশংসনীয়। কিন্তু বর্তমানে সেই কালিপূজাকে কেন্দ্র কর বর্তমান ওসি বাবুর এমন দ্বিচারিতা নিয়ে খোদ প্রশ্ন তুলছেন মন্দির কমিটির সদস্যগন। তবে শুধু মন্দির কমিটির সদস্যগনই নয়, দীপাবলী উৎসবকে কেন্দ্র করে ওসি বাবুর এহেন ভূমিকা নিয়ে এলাকাবাসীরাও যথেষ্ট সন্দিহান প্রকাশ করছেন।