ত্রিপুরা
দীপাবলি উপলক্ষে সমগ্র ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায় মা ত্রিপুরেশ্বরী মন্দিরে বিপ্লব কুমার দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আলোর উৎসব দীপাবলি। আজ এই দীপাবলির দিনে মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে শুভ দীপাবলি উপলক্ষে সমগ্র ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায় মা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে কল্যাণ সাগর দিঘিতে সহ পরিবারে গিয়ে আরতি করেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মায়ের কাছে প্রার্থনা করেন মা যেনো সকলকে সুখ ও সমৃদ্ধি প্রদান করেন। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, আত্মনির্ভরতার যে লক্ষ্য নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তা যেন সফল হয়। এই করোনা অতিমারীর সংকট থেকে ত্রিপুরাবাসী যেন শীঘ্রই মুক্তি লাভ করেন সেই কামনাও করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।