খবরের জেরে রেশন ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ নিল প্রশাসন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক ,তেলিয়ামুড়া প্রতিনিধি: খবরের জেরে পদক্ষেপ নিল প্রশাসন। রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহক দের রেশন সামগ্রি সঠিক ভাবে না দেওয়ার অভিযোগের ভিত্তিতে পরিবেশিত সংবাদ প্রশাসনের নজরে আসলেই পদক্ষেপ নিলেন তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তর ও মহকুমা প্রশাসন। তেলিয়ামুড়া মহারানী পুর গ্রামে লক্ষ্মীপুর 1, রেশন দোকান।যার রেশন নং 29020002000।অভিযোগ ছিল এই রেশন টি পরিচালনার দায়িত্বে থাকা অসিত বরণ দেব এলাকার অন্তর্দয় এবং অন্নপূর্ণা রেশন ভুক্তাদের বঞ্চিত করে চলছেন দীর্ঘ কয়েক মাস ধরে। রাজ্য সরকার এড হক বিপিএল, অন্নপূর্ণা এবং অন্তদয় রেশন ভোক্তাদের ভুর্তকিতে চাল প্রদান করার জন্য ও ফ্রি চাল দেবার জন্যনির্দেশ দেন চলতি মাস পর্যন্ত। করুণা অতি মারির সময় কালে দুস্থ ও গরিব অংশের মানুষজন রেশনিং ব্যবস্থার মাধ্যমে ভর্তুকির ভিত্তিতে চাল বিতরণ করার প্রয়াস শুরু হয়েছিল। কিন্তু রেশন ডিলার রেশনের দুস্থ ও গরিব অংশের ভোক্তাদের বঞ্চিত করে নিজের পকেট কে ভারী করার প্রয়াস করছিলেন দীীর্ঘদিন ধরে। যার ফল সরুপ গত সোমবার গ্রাহকরা রেশন ডিলারের কাছে বিষয় টা নিয়ে কথা বলতে গেলে ডিলার অসিত বরন দেব গ্রাহকদের সংগে বাকবিতন্ডায় জরিয়ে পরেন। খবর পৌছে প্রশাসনে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার সত্যতা যাচাই করতে উক্ত রেশন শোপে পৌছেন মহকুমা খাদ্য দপ্তর ও মহকুমা প্রশাসনের এক টিম। উক্ত টিমের নেতৃত্বে ছিলেন এডিশনাল এস ডি এম রাকেশ দেববর্মা, ডি সি এম প্রদীপ দেববর্মা,ও খাদ্য দপ্তরের আধিকারিক ভুট্টু দেববর্মা সহ অনেকে।