ত্রিপুরা
কর্মজীবনে এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে অবসরের পর আক্ষেপ না করতে হয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আগরতলা প্রজ্ঞা ভবনে ২০২০ ব্যাচের নবনিযুক্ত টিসিএস অফিসারদের ট্রেনিংয়ের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন , এই কাজে একাগ্রতা ও কর্তব্যপরায়ণতাই মূল মন্ত্র। নিয়োগের প্রথম ১০-১২ বছর হল নিজেকে প্রমাণ করার আসল সময়। কর্মজীবনে এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে অবসরের পর আক্ষেপ না করতে হয় যে, সময় থাকতে আমি এই কাজটা করতে পারলাম না। অসম্ভবকে সম্ভব করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সিস্টেম যখন আপনাকে সিলেক্ট করেছে তখন আপনাকেও তার মর্যাদা রেখেই কাজ করতে হবে।