ত্রিপুরেশ্বরী মন্দিরে এই প্রথম মেলা ছাড়াই হতে চলেছে দীপাবলি উৎসব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে সেজে উঠছে গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। প্রতিবছর একান্ন পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে মতাবাড়ি চত্বরে। ইতিহাসের পাতায় এই প্রথম মেলা ছাড়াই হতে চলেছে দীপাবলি উৎসব। করোনা মহামারিকে কেন্দ্র করে এ বছর দীপাবলিতে মেলা বন্ধ থাকবে। যদিও সম্পূর্ণ বৈদিক শাস্ত্রমতে মাতা ত্রিপুরেশ্বরীর পূজার্চনা চলবে দীপাবলি রাতে। কিন্তু সরকারি কোনো ধরনের অনুষ্ঠান ও মেলা সম্পূর্ণ নিষিদ্ধ। দীপাবলি উৎসবকে সামনে রেখে সাজিয়ে তোলা হচ্ছে মাতা এিপুরেশ্বরী মন্দিরকে। নতুন রঙ দেওয়ার পাশাপাশি আলোক সজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে মাতাবাড়ি সহ গোটা মন্দির চত্বরকে। আলোর উৎসব দীপাবলিতে প্রত্যেক বছর উওর পূবাঞ্চলের মধ্যে এই রাজ্যের সর্ববৃহৎ মেলা বসত গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠ মাতা এিপুরেশ্বরী মন্দিরে। অন্যন্য বছরের মতো এই বছরে মায়ের মন্দিরকে অত্যাধুনিক লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়ছে তবে এই বছর দীপাবলি উৎসব উপলক্ষে মাতাবাড়িতে কোন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবেনা। শুধু মাত্র মায়ের বিশেষ পূজার্চনা হবে। মায়ের মন্দিরে সামাজিক দূরত্ব বজায় রেখে যেতে হবে দর্শনার্থীদের। এছাড়া বসবেনা কোনও ধরনের অস্থায়ী দোকানপাট। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে সাজো সাজো রব গোটা মাতাবাড়ি চত্বরে।