যে রাঁধে সে চুলও বাধে। নারীরা কোন অংশেই পুরুষের থেকে কম নয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া – প্রচলিত একটি কথা আছে যে রাঁধে সে চুলও বাধে। নারীরা কোন অংশেই পুরুষের থেকে কম নয়। পুরুষদের সাথে তাল মিলিয়ে সকল কাজেই আজ এগিয়ে। হোক দেশের রাস্ট্রপতি, হোক অন্য গ্রহে পারি দেওয়ার বিষয় কিংবা হোক স্বামীর সাথে সংসারের কাজে সহযোগিতা করা। সব খানেই পারদর্শী আজকের নারী। তেলিয়ামুড়া মহকুমা শহরের ধর্মনগর এলাকার বাসিন্দা গৌতম দেবনাথের স্ত্রী শিল্পী দেবনাথ হাতে বানানো বিভিন সামগ্রী তৈরি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। এবং অনেক দুর এগিয়ে গেছেন সেই পথে। নিজের নিপুন হাতে তৈরি পুতুল, বিয়ের সাঝি, ডালা সহ নিভিন্ন সামগ্রী বাজার জাত করছেন। শিল্পী দেবনাথ জানান উনি একজন শিক্ষিত নারি, বি এ পাশ। কাজেই শিক্ষিত মহিলা হয়ে সংসারের জন্য কিছু করতে চান। স্বামী এক সময় ভাল রোজগার করতেন, গাড়ির ব্যবসা করতেন। কিন্তু বছর খানেক আগে ব্যবসায় মন্দার কারনে প্রায় রোজগার হীন হয়ে পরেন। এরই মধ্যে লকডাউন সংসার চালাতে হোমসের খাচ্ছিল। ঠিক সেই সময়ে শিল্পী দেবি সংসারের হালে পাল ধরতে শুরু করেন এই কাজ। প্রথম অবস্থায় পুতুল তৈরি করে বাজারে বিক্রি করে ভাল সারা পান। এর পর তৈরি করতে আরম্ভ করেন বিয়ে সাঝি, ডালা সহ অন্যান্য সামগ্রী । তিনি জানান এই সামগ্রী গুলি ব্যবসায়ীদের খুব পছন্দ করেন এবং অর্ডার পান ভালোই। প্রথম অবস্থায় স্বামী গৌতম দেবনাথ তেমন পাশে ছিলেন না কিন্তু এখন স্বামী ওনার এই কাজে সমান ভাবে হাতলাগান। সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন। যদি সরকারি সহযোগিতা পান তবে এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন।