নরেন্দ্র মোদিজীর উপর ভারত এবং ভারতবাসীর বিশ্বাস আরো অনেক বেশী দৃঢ় হয়েছে : পাপিয়া দত্ত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : গতকাল বিহার নির্বাচন তথা ভারতবর্ষে অন্যান্য বিভিন্ন রাজ্যের যে ফলাফল ঘোষনা হয়েছে তাতে ভারতীয় জনতা পার্টি যে বিশাল জয় প্রাপ্ত করেছে তার জন্য আগরতলা কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভানেত্রী শ্রীমতি পাপিয়া দত্ত সহ ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তাগন। এদিন তিনি বলেন যে,বিহার নির্বাচন তার পাশাপাশি গুজরাট,মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্যের যে উপনির্বাচনের ফলাফল এই উপনির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টির পুন:বিজয়, এই পুন:বিজয়ে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর জনকল্যান নীতির উপর দেশের যে অটুট বিশ্বাস সে অটুট বিশ্বাসকে স্থাপিত করেছে। ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর দেশ এবং দেশের যে জনতা ভারত এবং ভারতবাসীর যে বিশ্বাস সে বিশ্বাস আরো অনেক বেশী দৃঢ় হয়েছে। মধ্যপ্রদেশ সহ গুজরাটে যে উপনির্বাচন হয়েছে সে উপনির্বাচনে যারা প্রগতি,উন্নতি এবং সমৃদ্ধির জন্য ভারতীয় জনতা পার্টির উপর যে অটুট বিশ্বাস রেখেছেন তার জন্য তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করছেন।