বীর শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে সুদীপ সরকারের বাড়িতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : কাশ্মীরে উগ্রপন্থীদের সাথে দু’পক্ষের মধ্যে গুলিবর্ষণে শহীদ ১৬৯ বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ান ত্রিপুরার বনমালীপুর ধলেশ্বর এর বাসিন্দা বীর জওয়ান শহীদ সুদীপ সরকারের নিথর দেহ আজ দুপুর তিনটার সময় বিশেষ বিমানে করে এসে পৌঁছায় তার নিজ বাড়িতে। বীর শহীদ সুদীপ সরকারকে শেষবারের মতো দেখার জন্য গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে মানুষের ঢল। বীর শহীদ জওয়ানকে দেখতে তার বাড়িতে যান ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ড:মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভানেত্রী শ্রীমতি পাপিয়া দত্ত, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। এবং বীর শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান। শেষে বীর শহীদ জওয়ানকে বাইক র্যালি করে নিয়ে গোটা আগরতলা শহর পরিক্রমা করে নিয়ে যাওয়া হয় আগরতলা বটতলা মহাশ্মশানে।