ত্রিপুরা রাজ্য শিক্ষাদপ্তরের নতুন পরিকল্পনা ‘বছর বাঁচাও’।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষাদপ্তর ‘বছর বাঁচাও’-নামে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। যে সকল ছাত্র ছাত্রী কোনো কারনবশত বার্ষীক পরিক্ষায় উত্তির্ন হতে পারবেনা, বিশেষ করে পঞ্চম, অস্টম, নবম, ও একাদশ শ্রেনীর। এছারাও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বোর্ড পরিক্ষায় যে সকল ছাত্র ছাত্রী পাশ করতে পারেনি। তাদের জীবন থেকে যাতে করে একটি বছর ক্ষতি নাহয় সেই লক্ষেই এই পরিকল্পনা । সোমবার থেকে শুরু হলো নবম এবং একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ইংরেজি বিষয়ের পরীক্ষা। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমা শিক্ষা দপ্তরের অধীন সব বিদ্যালয়েই সকাল ১১:৩০ মিঃ থেকে শুরু হলো পরীক্ষা। এই পরীক্ষার মূলত উদ্দেশ্য হলো ২০১৯-২০ শিক্ষা বর্ষে যে সকল ছাত্র ছাত্রীরা এবছর ১ কিংবা তার বেশি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি তাদের পুণরায় পরীক্ষা নিয়ে পরবর্তীতে ক্লাসে পাঠানো। তাছাড়া এই শিক্ষা মিশনের মাধ্যমে ছাএ ছাত্রীরা পড়া শুনার প্রতি মনোযোগী হতে পারবে। তাছাড়া বিশেষ করে পঞ্চম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের যাতে ১টি বছর নষ্ট না হয় সেই লক্ষেই এবছর থেকে রাজ্য সরকারের এই মহৎ কর্মসূচি।