ত্রিপুরা
১০৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের ব্যাঙ্ক লোনের সুদসমেত কিস্তি স্থগিত রাখার দাবীতে গনঅবস্থান।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা: আজ আগরতলা অভয়নগর ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্ক প্রধান কার্যালয়ের সামনে বিগত সিপিআইএম সরকারের আমলে চাকুরি পাওয়া ১০৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষক, শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল স্থায়ী চাকুরির ব্যাবস্থা না হওয়া পর্যন্ত চাকুরিচ্যুত শিক্ষকদের ব্যাঙ্ক লোনের সুদসমেত কিস্তি স্থগিত রাখার দাবীতে ১০৩২৩ জন শিক্ষক, শিক্ষিকারা এক গনঅবস্থানে সামিল হন। ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। চাকুরিচ্যুত শিক্ষকদের বক্তব্য, তাদের এই দাবী যদি মানা না হয় তাহলে তাদের এই গনঅবস্থান অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে।