ত্রিপুরা
ত্রিপুরা রাজ্যে অতি ভারী বর্ষণের কারণে কৃষকের জমি নষ্ট।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :- গোটা রাজ্য ও দেশজুড়ে মহামারী করোনা ভাইরাসের জন্য এমনিতেই মানুষের কাজকর্ম তেমন নেই।। নাজেহাল সাধারণ মানুষের জীবনযাপন।। গত দুই থেকে তিন দিন ধরে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে।।এই ভারী বর্ষণের কারণে ডুকলি ব্লকের অধীন পশ্চিম আনন্দনগর শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ৩৫ থেকে ৪০ টি কৃষকের জমি নষ্ট হয়ে যায়।।ফলে কৃষকরা অতি কষ্টে জীবন যাপন করছে।।এমনই এক দৃশ্য চোখে পড়ল আমাদের News Bengal 365 এর ক্যামেরায়।