ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় এক বাউল শিল্পীকে হেনস্তার প্রতিবাদে সরব সব রাজনৈতিক দল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :- ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় এক বাউল শিল্পীকে হেনস্তার প্রতিবাদে সরব সব রাজনৈতিক দলগুলি।।আগরতলা আমতলী থানার পুলিশ ধৃত চারজন আসামীকে গ্রেপ্তার করার পরে ও জামিনে মুক্তি পেয়ে যায় ধৃত চারজন অভিযুক্ত।।অভিযুক্তদের মধ্যে একজনের নাম- 1)সঞ্জিত বর্মন তার বাড়ী অশ্বিনী মার্কেট এলাকায়,2) অসীম মজুমদার,3) অরিজিৎ বিশ্বাস বাড়ী অশ্বিনী মার্কেট এলাকায়,4) উৎপল দে তার বাড়ী যোগেন্দ্রনগর বিদ্যাসাগর পল্লী এলাকায়।।রাজ্যে কি নারীদের নিরাপত্তা নেই।।আইনশৃংখলা বলতে কিছুই নেই।।যারা অপরাধ করেছে তাদেরকে আগরতলা আমতলী থানার পুলিশ গ্রেপ্তার করে ও জামিনে মুক্তি দিয়েছে।।তাহলে রাজ্য পুলিশ কি অপরাধকে প্রশ্রয় দিচ্ছে প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে।।আজ ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় সেই বাউল শিল্পীর বাড়ী যান ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বর্নালী গোস্বামী সহ অন্যান্যরা।।এবং উশৃক্ষল যুবকদের হাতে হেনস্থা হওয়া সেই বাউল শিল্পীর সাথে কথা বলেন এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন সেই বাউল শিল্পীর পাশে আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার বিষয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বর্নালী গোস্বামী জানান।