এই বিরাট দেশ ভারতবর্ষে রয়েছে বৈচিত্র্যের সমাহার: বিপ্লব কুমার দেব
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- আজ আগরতলা অরুন্ধতিনগর মনোরঞ্জন দেববর্মা মেমোরিয়াল স্টেডিয়াম অরুন্ধতিনগর পুলিশ লাইনে ‘জাতীয় একতা দিবসের, অনুষ্ঠানে অভিবাদন গ্রহন করেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা– এই বিরাট দেশ ভারতবর্ষে রয়েছে বৈচিত্র্যের সমাহার। “নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান” এই বৈচিত্র্যের মধ্যেই রয়েছে ঐক্যের সুর। আমরা ভারতবাসী। এই একটা পরিচয়ই একশ তিরিশ কোটি মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছে। আর এই কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। তাই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগেই সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিবসকে একতা দিবস হিসেবে পালন করা হয়। সকলকে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একতা দিবসের অভিনন্দন জানান।