ত্রিপুরা
তেলিয়ামুড়ায় গাড়ি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, তেলিয়ামুড়া প্রতিনিধি:- বোলেরো গাড়ি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুই থামপুই মানিক বাজার এলাকায়। হদ্রায় এলাকার বাসিন্দা কর্ণ জমাতিয়া নিজ পালসার বাইক নিয়ে মানিক বাজার যায় কোনো কাজের জন্য। মানিক বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে TR 04B 1654 নম্বরের বলেরু পিকআপ গাড়ি মানিকবাজার যাওয়া মাত্রই মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় মোটর বাইক চালক কর্ণ জমাতিয়া(২৫)। পরে রাস্তায় উপস্থিত মানুষজন আহত যুবককে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরে আহত কর্ণ জমাতিয়াকে জিবি হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। ওই সময় উত্তেজিত জনতা জল পরিবাহিত বলেরও পিক আপ গাড়িটি আটক করে।