ত্রিপুরা
বন্ধ করে দেওয়া হল আগরতলা ভারতরত্ন সংঘের পুজো মণ্ডপ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- কোভিড আইন না মানায় বন্ধ করে দেওয়া হল আগরতলা এয়ারপোর্ট রোড সংলগ্ন উষা বাজার এলাকায় ভারতরত্ন সংঘের পুজো মণ্ডপ।। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড: শৈলেশ কুমার যাদব ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। এছাড়াও কেন ক্লাব সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শানোর কথা বলেছেন জেলাশাসক।