আজ বিদায়ের বিজয়া দশমী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি:- দেবী মহামায়া নিজ বাপের বাড়ি ত্যাগ করে কৈলাসে শ্বশুরালয়ে গেলেন। সেইসাথে আকাশে বাতাসে বিষাদের সুর। দুর্গাপূজার তিনটে দিন প্রমিলা ফুল আনন্দে মাতোয়ারা হলেও সোমবার যেন সেই আনন্দে কিছুটা ভাটা পড়ে বিজয়া দশমীর জন্য। সবার মুখে একই কথা আসছে বছর, আবার এসো মা। সোমবার সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই তেলিয়ামুড়া দশমি ঘাটের ভগৎ সিং মিনি স্টেডিয়ামের খোয়াই নদীর পাদদেশে অনুষ্ঠিত হবে প্রতিমা নিরঞ্জন। তাই প্রমীলা কূল ব্যস্ত সিঁদুর খেলা নিয়ে। একটি বছর অপেক্ষার পর মা আসেন মাত্র কয়েকটি দিনের জন্য। কয়টা দিন আনন্দ উল্লাসের পর বিদায়ের বেলাটা হয় বিষাদের। বিজয়া দশমীর দিন মাকে বিদায় জানাতে ও আগামি বছরের আমন্ত্রন জানাতে প্রতিটি পুজা মন্ডপে লক্ষ করা যায় মা বোনেদের। তেলিয়ামুড়া মহকুমার বিভন্ন পুজা মন্ডপেও এই চিত্র লক্ষ করা গেল। মায়েরা হাতে সিঁদুর ধুপ প্রদ্বীপ নিয়ে মাকে বিদায় ও আহ্বান জানান এবং নিজেদের মধ্যে সিঁদুর বিনিময় করতে দেখা যায় সোমবার। সবাই মাকে নিমন্ত্রণ জানায় বিষাদের সহিত, মা যেন সকলের মঙ্গলার্থে আবার আসেন। আর চারিদিকে একটা আওয়াজ প্রতিধ্বনিত হয়–” আসছে বছর আবার হবে”।