ত্রিপুরা আগরতলা শহরের বিভিন্ন ক্লাবের পুজো পরিক্রমা
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ মহানবমী। ষষ্ঠী পুজো, সপ্তমী পূজা, অষ্টমী পুজোর দিনগুলিতে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহর সহ গোটা ত্রিপুরা রাজ্যে জুড়ে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। আগরতলা এয়ারপোর্ট রোড সংলগ্ন উষা বাজার ভারতরত্ন ক্লাবে এবার দুর্গা পূজার বিশেষ আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। এই রামমন্দিরকে দেখার জন্য দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মহা নবমীর রাতে উৎসবের রাত শেষ হয়। নবমীর রাতে তাই মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘন্টা বাজে। অনেকের বিশ্বাস মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ। এদিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেওয়া হয়। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এই দিনে দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া দশমী বিসর্জন এর পর্ব। নবমী নিশিতে উৎসবের রাত শেষ হয়। করোনা মহামারীর কারণে এই বছর করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে দর্শনার্থীদের বিভিন্ন পুজোর মন্ডপে প্রবেশ করানোর আগে দৈহিক দূরত্ব বজায় রেখে, মুখে মাক্স লাগিয়ে, ভালো করে সেনিটাইজার দিয়ে হাত দিয়ে পুজোর মন্ডপে প্রবেশ করানো হচ্ছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও সংক্ষিপ্ত করা হয়েছে।