ত্রিপুরা
গরীব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :-আজ মহাষষ্ঠী।আজ এই মহাষষ্ঠীর দিনে ৭ রামনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে ও ভারতীয় সেবাশ্রম এর সহযোগীতায় আগরতলা দূর্গাচৌমুহুনী বাজার এলাকায় রাজ্যের সকল অংশের গরীব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন পশ্চিম ত্রিপুরা জেলা লোকসভা আসনের সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক মহোদয়া, এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা। এদিন সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক শারদীয়া দুর্গাপূজার রাজ্যের সকল অংশের মানুষকে তিনি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং সরকারি নির্দেশিকা মেনে শারদীয়া দুর্গাপূজা উৎসব পালন করার জন্য তিনি সকল রাজ্যবাসীর কাছে আহ্বান জানান।