সব পঞ্চায়েতই ভালো কাজ করেছে: জিষ্ণু দেববর্মা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :-আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের অফিসে কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা , পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড:শৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন ব্লক ও পঞ্চায়েতের অন্যান্য কার্যকর্তাগন।এদিনের বৈঠকে বিভিন্ন ব্লক ও পঞ্চায়েতের আওতায় যেসব গ্রামীণ এলাকাগুলো রয়েছে সেসব গ্রামীন এলাকাগুলোকে কি করে বেশী উন্নত করা যায় সেসব বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়। এদিন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন যে, ত্রিপুরা রাজ্যে যেসব পঞ্চায়েত রয়েছে সব পঞ্চায়েতই ভালো কাজ করেছে তার ফলস্বরূপ দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি, দীনদয়াল উপাধ্যায় এবং পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার ও দিয়েছেন।