ত্রিপুরা
রাজ্যের সমস্ত গরীব মানুষদের পাশে আছে পূর্বোদয় সামাজিক সংস্থা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :- আজ আগরতলা রাধানগর এলাকায় পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে গরীব রিকশাচালকের মধ্যে কাপড় এবং বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন পুর্বোদয় সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা শ্রীমতি নীতি দেব ও ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকার রেবতী মোহন দাস। এদিন শ্রীমতি নীতি দেব বলেন, ‘রিক্সা চালকরা কস্ট করে রিক্সা চালিয়ে টাকা উপার্জন করে নিজের পরিবারকে দুবেলা খাবার জোগার করে দেয়’। সমস্ত রিক্সা চালকদের পুর্বোদয় সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা শ্রীমতি নীতি দেব প্রণাম জানান। তিনি আরো বলেন যে,রাজ্যের সমস্ত গরীব মানুষদের পাশে পূর্বোদয় সামাজিক সংস্থা পাশে আছেন এবং পূর্বোদয় সামাজিক সংস্থা সবসময় এই রাজ্যের গরীব মানুষদের জন্য কাজ করে যাবে।