ত্রিপুরা
আত্মনির্ভর ত্রিপুরা আত্মনির্ভর ভারত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :- অভয়নগর আগরতলা শৈবসংঘ মাঠ জগৎপুরে মার্কেট স্টল নির্মাণের শিলান্যাস করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক মহোদয়া। তিনি এলাকার সমস্ত জনগনের উদ্দেশ্যে বলেন যে,আত্মনির্ভর ত্রিপুরা আত্মনির্ভর ভারত এবং তার সঙ্গে তিনি রাজ্যের সমস্ত অংশের জনগনকে শারদীয়া দূর্গাপূজার অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই বছর দুর্গাপূজা একটু অন্য ধরনের একটা বিষম পরিস্থিতিতে মানুষ রয়েছে এবং ধীরে ধীরে এই মহামারি করোনা ভাইরাসকে অতিক্রম করে মা দুর্গার আশীর্বাদে প্রত্যেক মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক বলেন যে, ‘সবাই সুস্থ থেকে সাবধানে থেকে এবারের দুর্গা পূজার আনন্দ উপভোগ করব’।