ত্রিপুরা
পথচলতি মানুষদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করেন পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা নীতি দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :- আজ আগরতলা কামান চৌমুহুনীস্থিত মহামারি এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে রাস্তায় পথচলতি মানুষদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করেন পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা শ্রীমতি নীতি দেব। এদিন নীতি দেব বলেন যে, দুর্গা পূজার সময় রাজ্যের সকল মানুষ যাতে মুখে মাস্ক পড়েন ও কোন কিছু খাওয়া অথবা ধরার আগে যাতে ভালো করে সেনিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধুয়ে নেন। এবং সবাই যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন এবং দুর্গা পূজার আনন্দ সাবাই উপভোগ করেন।