সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকায় কাজের প্রচার হলে অন্যান্য ক্লাবগুলিও এগিয়ে আসবে: বিপ্লব কুমার দেব
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :- আজ আগরতলা ব্লাড মাউথ ক্লাবে এক রক্তদান উৎসবে অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, রক্তদান’ অক্সিজেন সিলিন্ডারের পরিকাঠামো গড়ে ব্লাড মাউথ ক্লাব যে কর্মযজ্ঞ চালাচ্ছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাকে সাধুবাদ জানান। উক্ত অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যে, এই সমস্ত কাজের আরও প্রচার দরকার। সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকায় প্রচার হলে অন্যান্য ক্লাবগুলিও এগিয়ে আসবে। একটা সুস্থ প্রতিযোগিতা হবে। এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সারা দুনিয়া এবং সারা দেশ যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সাবধানতা ও সাহসিকাকতার সঙ্গে চলতে হবে। অনেকেই আলোচনা-সমালোচনা করেন কিন্তু তাঁদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, গোটা দেশে কী হচ্ছে জানা উচিত। দিল্লিতে, মুম্বইতে, ত্রিবান্দ্রমে, কলকাতায় কী হচ্ছে জানা দরকার। তাহলে বোঝা যাবে আমাদের মাতৃভূমি ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সামনেই বাঙালির প্রধান উৎসব দুর্গা পুজো। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকল রাজ্যবাসীর কাছে আবেদন করেন যে,সবাই যাতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবেন।