বিজেপি জোট সরকার তপশিলি জাতি ভুক্ত দের জন্য 30টি আদর্শগ্রাম ঘোষণা করে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি:- রাজ্যের 30টি তপশিলি জাতি অধ্যুষিত গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বিজেপি তেলিয়ামুড়া তফসশিলি জাতি মোর্চার সংগঠনের কর্মীরা শুক্রবার সন্ধ্যা পাঁচটা নাগাদ এক রেলি অনুষ্ঠিত করে। এই রেলিতে উপস্থিত ছিলেন তফশিলি জাতি মোর্চা সংগঠনের নেতৃত্ব, বিজেপি তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্যরা। শুক্রবার সন্ধ্যা পাঁচটা নাগাদ ধন্যবাদ সূচক এই রেলি বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাস্টারদা সূর্য সেনের প্রতিকৃতির সামনে এসে শেষ হয় এই রেলি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তপশিলি জাতি ভুক্ত লোকজনরা বিভিন্নভাবে সাহায্য সহায়তা পাচ্ছে সরকার থেকে। পূর্বে তপশিলি জাতি ভুক্ত মানুষজনরা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছিল। কিন্তু রাজ্যের বিজেপি জোট সরকার তপশিলি জাতি ভুক্ত দের জন্য 30টি আদর্শগ্রাম ঘোষণা করে। ওইসব আদর্শ গ্রাম গুলির মধ্যে অধুনা উন্নয়ন ও সাধিত হবে।