তেলিয়ামুড়ার সরকারী কর্মচারীর উন্মত্ত তান্ডবে রক্তাক্ত যুবক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি :- তেলিয়ামুড়ার চাকমাঘাটের মৎস্য দপ্তরে চাকুরীরত এক সরকারী কর্মচারী নিপুল রায় (৪২) র উন্মত্ত তাণ্ডবে গুরুতর আহত তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত গামাইবাড়ি শিবিরের ১৫ নং ওয়ার্ডের সুদীপ ধর (২৮) নামে এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক প্রায় ৮ টা ৩০ মিনিট তেলিয়ামুড়ার পঞ্চায়েত সমিতির হলের পাশের একটি পার্কের পেছনে নিজ বাইক দাঁড় করিয়ে ঘন কালো অন্ধকারে তেলিয়ামুড়ার চাকমাঘাটের মৎস্য দপ্তরে চাকুরীরত এক সরকারি কর্মচারী বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। স্থানীয় এলাকাবাসীরা বেশ কিছুক্ষণ ধরে প্রত্যক্ষ করে। ঠিক তখনই ওই এলাকার সুদীপ ধর (২৮) নামে এক যুবক এই পথ দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিল। তখন গভীর অন্ধকারে ওই সরকারী কর্মচারী নিপুল রায় (৪২)-কে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলে তাকে কে জিজ্ঞেস করা হলে, প্রথমে শুধু শুধুই ওই সরকারী কর্মচারী নিপুল রায় তাদের বিশ্রী বিশ্রী ভাষা প্রয়োগে গালিগালাজ করতে থাকে। তখন আচমকাই দু-জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কিন্তু এখানেই শেষ নয়, একসময় পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছুয় যে ওই সরকারী কর্মচারীর সঙ্গে থাকা নিজ মোটর সাইকেলের ব্যাগ থেকে একটি লোহার হাতুড়ি বের করে আচমকাই নিপুল রায় সুদীপ ধর নামে ওই যুবকের মাথায় ও মুখমন্ডলে সজোরে আঘাত করে। এতে সাথে সাথেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুদীপ। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় এলাকাবাসীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা গুরুতর আহত সুদীপ ধরকে আর কাল বিলম্ব না করে সেখান থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পাশাপাশি অপরদিকে স্থানীয় এলাকাবাসীরা মিলে উন্মত্ত তান্ডবে জর্জরিত মৎস্য দপ্তরে চাকুরীরত ওই সরকারী কর্মচারী নিপুল রায়-কে আটক করে রাখে। যদিও ওইসময়ও ওই সরকারী কর্মচারী নিপুল রায় সকলকেই আরও বিশ্রী বিশ্রী ভাষায় গালি-গালাজ করতে থাকে বলে অভিযোগ। বর্তমানে সুদীপ ধরের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আর এইদিকে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে রাস্তায় পড়ে থাকা ওই সরকারী কর্মচারীর বাইক (যার নম্বর TR06 A 8322) সহ ওই সরকারী কর্মচারী নিপুল রায়-কে (৪২) আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।