ত্রিপুরা
আমতলি এলাকায় আগরতলা স্মার্ট সিটি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :- আগরতলা স্মার্ট সিটিতে 66 টি প্রজেক্ট আছে। এর মধ্য থেকে 2 টি প্রজেক্ট আছে সিটি গেইট বানানোর জন্য।আগরতলা শহরের দুই শেষ প্রান্তে এই সিটি গেইট নির্মান করা হবে। একটি গেইট হবে উত্তর দিকে আর একটি গেইট হবে দক্ষিন দিকে। তার মধ্য থেকে একটি গেইট হচ্ছে খয়েরপুরে,আর একটি সিটি গেইট নির্মান হবে আমতলী। যেখানে মাতা ত্রিপুরাসুন্দরি মন্দির, নিরমহল এবং আরো বিভিন্ন মন্দিরের থিম লাগানো থাকবে। আজ আমতলি এলাকায় আগরতলা স্মার্ট সিটির উপদেষ্টা কমিটির এক প্রতিনিধি দল সেই জায়গা পরিদর্শনে যান এবং সম্পূর্ন জায়গাটি ঘুরে দেখেন।।যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা:শৈলেশ কুমার যাদব,বিধায়ক ডা:দিলীপ দাস সহ অন্যান্যরা।