ত্রিপুরা
বাণিজ্যিক বিষয়ে বাংলাদেশের তরফে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়েছেন বিপ্লব কুমার দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :- ভারতস্থিত বাংলাদেশ হাইকমিশনের হাই কমিশনার মাননীয় মহম্মদ ইমরানের সঙ্গে আগরতলা মহাকরণে দেখা করেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয় এদিন। বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে বাংলাদেশের তরফে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাতে ত্রিপুরা ও বাংলাদেশ উভয়েরই সুবিধা হবে। মাননীয় হাই কমিশনারের কাছ থেকে বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার খবর ও নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাঁর সুস্থ জীবন কামনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।