ত্রিপুরা
আগরতলা অরুন্ধতীনগর থানার পুলিশ গোডাউন থেকে উদ্ধার করলো বিপুল পরিমান ফেন্সিডিল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, ত্রিপুরা:- আগরতলা শহরে নেশা কারবারীর উপদ্রব দিনের পর দিন বেড়েই চলছে। আজ এক গোপন খবরের ভিত্তিতে আগরতলা অরুন্ধতীনগর থানার পুলিশ আগরতলা ১৪ বাধারঘাট কেশব সংঘ ক্লাবের বিপরীত দিকের একটি গোডাউন থেকে আনুমানিক প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকার মত বিপুল পরিমান ফেন্সিডিল ও বিভিন্ন নেশাসামগ্রী উদ্ধার করতে সফল হয়েছে পুলিশ। পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করে গোডাউনের মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আগামী দিনে ও এই নেশাবিরোধি অভিযান জারি থাকবে বলে জানান তদন্তকারী পুলিশ আধিকারিক।