বাঁশ দিয়ে তৈরী এই বিস্কুটে বর্তমান প্রজন্ম ভবিষ্যতে আত্মনির্ভর হয়ে উঠতে পারবে: নীতি দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :- আগরতলা লিচুবাগানস্থিত বাম্বু এন্ড কেন ডেভলপমেন্ট ইনস্টিটিউট এ ত্রিপুরা বাম্বু মিশন দ্বারা আয়োজিত তিনদিন ব্যাপী মুলিবাঁশের তৈরী বাঁশের কুকিস্ বানানোর একটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন প্রশিক্ষণ নিতে। আজ তিনদিন ব্যাপী এই শিবিরের সমাপন সমারোহে পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা শ্রীমতি নীতি দেব মহোদয়া শিবিরে গিয়ে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন ও সমগ্র শিবির পরিদর্শন করে এখানে বানানো সমগ্র শিল্পকলাগুলি দেখেন। ত্রিপুরার বাঁশ দিয়ে তৈরী এই বিস্কিট তৈরী করে বর্তমান প্রজন্ম ভবিষ্যতে আত্মনির্ভর হয়ে উঠতে পারবেন। ত্রিপুরার ঐতিহ্যবাহী একটি পীঠ ত্রিপুরাসুন্দরী মন্দির। এই মন্দির ভারতবর্ষের ৫১ পীঠের মধ্যে একটি পীঠ। ত্রিপুরার বাঁশবেত শিল্পের সৌন্দর্যে এবার মায়ের মন্দিরের প্রতিকৃতি বানানোর শিল্পকলাকে সামনে নিয়ে আসা হয়েছে। ত্রিপুরার ঐতিহ্য এবার বিশ্বের দরবারে পৌঁছে দিতে প্রস্তুত পূর্বোদয়। পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা নীতি দেব মহোদয়া প্রতিনিয়ত ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি ও কলাকে সম্প্রসারিত করে চলেছেন।