11 দফা দাবীর ভিত্তিতে সিটুর গনডেপুটেশনে ত্রিপুরা রাজ্য পুলিশের জলকামান।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা :- আজ আগরতলা মেলারমাঠ সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে ত্রিপুরা সিপিআইএম দলের শ্রমিক সংগঠন সিটু (সিআইটিইউ) তাদের 11 দফা দাবীর ভিত্তিতে আগরতলা শ্রম কমিশনারের নিকট গনডেপুটেশন দিতে গেলে ত্রিপুরা রাজ্য পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে জলকামান ছুড়তে হয়। পুলিশের এই জলকামানকে কেন্দ্র করে ত্রিপুরা সিপিআইএম দল ও ত্রিপুরা রাজ্য পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিআইএম মন্ত্রী মানিক দে, সিপিআইএম নেতা শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। তাদের দাবীগুলো হলো:- আইন সংশোধনের নামে শ্রম দাসত্ব মেনে নেওয়া হবে না, রাজ্যে কাজ ও খাদ্যের ব্যাবস্থা করতে হবে, বেহাল রাস্তা সংস্কার করতে হবে, রাজ্যের সব জায়গাতে পানীয় জলের ব্যাবস্থা করতে হবে ইত্যাদি আরো বিভিন্ন দাবী সহ মোট 11 দফা দাবীকে সামনে রেখে ত্রিপুরা সিপিআইএম দলের সংগঠন সিটু ত্রিপুরা রাজ্য শ্রম কমিশনারের নিকট এক গন ডেপুটেশন দিতে গেলে ত্রিপুরা রাজ্য পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ত্রিপুরা রাজ্য পুলিশকে তাদের উপর জলকামান ছুড়তে হয়।