ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মান উন্নতির দাবিতে প্রদেশ কংগ্রেস দল দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করা সহ আরো 10টি দাবীকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের চারজনের এক প্রতিনিধি দল আগরতলা মহাকরনে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের এই প্রতিনিধি দল আগরতলা মহাকরনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করে এক গুচ্ছ অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত নিরসন দাবী করেন। কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস,ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সাধারন সম্পাদক হরেকৃষ্ণ ভৌমিক,কংগ্রেস নেতা বিল্লাল মিয়াঁ,ও রাজেস্বর দেববর্মা।।ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের নেতৃত্বে এই প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে।।বর্তমান বিজেপি সরকার গণতান্ত্রিক পরিসরে বিরোধীদের সঙ্গে সৌজন্য ও সহযোগিতা বজায় রেখেই কাজ করতে বদ্ধপরিকর। রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির প্রশ্নে সকলেরই একসঙ্গে চলা উচিত।