ত্রিপুরা
আগরতলা ধর্মনগর সেক্শনে আবার চালু হচ্ছে ডেমু স্পেশাল ট্রেন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা: আগামী 5 সেপ্টেম্বর থেকে পুনরায় আগরতলা-সাবরুম এবং আগরতলা-ধর্মনগর সেক্শনে চালু হচ্ছে ডেমু স্পেশাল ট্রেন। আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে।