আগরতলা নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে মুখ্যমন্ত্রী স্ব-নির্ভর যোজনা মেগা ক্যাম্প -2020 I
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- আজ আগরতলা নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে মুখ্যমন্ত্রী স্ব-নির্ভর যোজনা নামে এক মেগা ক্যাম্প -2020 অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব,কাউন্সিলার রত্না দত্ত সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ‘মুখ্যমন্ত্রী স্ব-নির্ভর যোজনা’র মেগা ক্যাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সাংস্কৃতিক হলে।এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, এক লক্ষের বেশি দোকানিকে স্ব-নির্ভর করার লক্ষ্যে এই কর্মসূচী নেওয়া হয়েছে। বীমা, পেনশনের মতো সামাজিক সুরক্ষা, ঋণ প্রদানের মতো প্রকল্প বাস্তবায়িত হবে এই মেগা ক্যাম্পের মাধ্যেমে।আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে বর্তমান বিজেপি সরকার পথ চলছে মুখ্যমন্ত্রী আশা করেন যে, সেই লক্ষ্য পূরণে এই কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজ্যের সমস্ত জায়গায় দোকানিদের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই মেগা ক্যাম্প সফল হবে। সামগ্রিক ভাবে ত্রিপুরার বিকাশের লক্ষ্যেই পথ চলছে আমদের বিজেপি সরকার।