ত্রিপুরা
আগরতলা শহর জুড়ে গনবিক্ষোভ আন্দোলন কর্মসূচী আমরা বাঙালি পার্টির।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- কেন্দ্রীয় সরকার কতৃক রচিত কর্ষকসমাজ তথা জনস্বার্থে বিরোধী আইন বাতিল,দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এর দাবীতে ও বাংলাকে কেটে গোর্খাল্যান্ড করার চক্রান্তের প্রতিবাদে গোটা আগরতলা শহর জুড়ে এক গনবিক্ষোভ আন্দোলন কর্মসূচী সংগঠিত করেন আমরা বাঙালি পার্টি। উপস্থিত ছিলেন গৌরাঙ্গ রুদ্র পাল আমরা বাঙালি পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির সচিব সহ অন্যান্যরা। তাদের দাবী যদি কেন্দ্রীয় সরকার অবিলম্বে পূরণ না করেন তাহলে আমরা বাঙালি পার্টি আগামী দিনে আরো সুবৃহৎ আন্দোলনে যাবার হুসিয়ারি দিয়েছেন।